কম্পিউটার মাউস কিভাবে কাজ করে
পোস্ট সূচিপত্রঃ কম্পিউটার মাউস কিভাবে কাজ করে
- ভূমিকা
- মাউস ব্যবহারের নিয়ম
- মাউস এর কাজ কি
- কম্পিউটার মাউস কিভাবে কাজ করে
- মাউস কয় প্রকার ও কি কি
- কম্পিউটার কাকে বলে
- শেষ কথা
ভূমিকা | কম্পিউটার মাউস কিভাবে কাজ করে
কম্পিউটার মাউস কিভাবে কাজ করে জানার জন্য আপনাকে আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে আপনারা কম্পিউটার মাউস কিভাবে কাজ করে তার
বিস্তারিত ধারণা এবং এই সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আপনারা যদি আমাদের
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনারা মাউস ব্যবহারের নিয়ম
এবং মাউসের কাজ এছাড়াও কম্পিউটার কাকে বলে এই সকল তথ্যগুলো জানতে পারবেন।
আরো পড়ুনঃ বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয়
যা আপনাদের ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ। অতএব আপনাদের ভবিষ্যৎকে আরো জ্ঞানী এবং
অতিরিক্ত শিক্ষা লাভের জন্য আপনারা আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে
আপনারা বর্তমান প্রজন্মের মধ্যে একটি সফল প্রজন্ম হিসেবে যোগ দিতে পারবেন। তাহলে
আর দেরি না করে চলুন জেনে নেই।
মাউস ব্যবহারের নিয়ম
কম্পিউটারকে পরিচালনা করতে যাতে আমাদের সহজ হয় তার একটি মাধ্যম হচ্ছে মাউস। আসলে
এটি একটি কম্পিউটার পরিচালনায় ব্যবহৃত হার্ডওয়ার। সাধারণত ডুগ এঙ্গেলবার্ট ১৯৬০
সালে সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। এটাকে যখন তৈরি করা হয় এটার আকৃতি গঠন দেখে
ইঁদুরের মতো মনে হয়েছিল সেজন্য এর নাম দেওয়া হয়েছিল মাউস। যাকে ইনপুট ডিভাইস
বলা হয়। এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের মনিটর এর সকল জায়গাকে নিয়ন্ত্রণ
করা সম্ভব।
আমরা অনেকেই মাউস ব্যবহার করা জানি না এবং এটি ব্যবহার করার নিয়ম জানিনা। তাই
আমরা আজ আপনাদের জন্য মানুষ ব্যবহারের নিয়ম বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন
জেনে নেই মাউস ব্যবহারের নিয়ম।
কম্পিউটার মনিটরের যেকোনো জায়গায় মাউস পয়েন্টটি কে নিয়ে গিয়ে তার বাটন প্রেস
করলে কম্পিউটার সফটওয়্যার গুলোকে ক্লোজ এবং ওপেন করা সম্ভব। মাউসের সাহায্যে
আমরা আমাদের কম্পিউটারে যে কোন ফাইল খুলতে পারবো এবং বিভিন্ন পেজে গিয়ে তা উপরের
দিকে এবং নিচের দিকে নামানোর জন্য স্ক্রল করতে পারব।
মাউসের লেফট বাটন যারা আমরা আমাদের ফাইল এবং ফোল্ডার এছাড়াও অ্যাপ্লিকেশন গুলো
সিলেক্ট করা ও বন্ধ করা বা ইত্যাদি নানান কাজগুলো করতে পারি। এছাড়াও বন্ধ করা
ফাইল এবং ফোল্ডারকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো আমরা মাউসের লেফট
বাটনের মাধ্যমে। আর মানুষের রাইট বাটন দ্বারা আমরা আমাদের কম্পিউটারের ফোল্ডার
এবং ফাইল সিলেক্ট করার পরে সেগুলো থেকে পরিবর্তন করতে কপি এবং কাটরাইট ভ করতে
পারব।
মাউস এর কাজ কি
মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। মাউস হল এক ধরনের হার্ডওয়্যার। মাউসের কাজ হচ্ছে কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার, ফাইল এবং টেক্সট আইকন খুলতে ক্লোজ করতে এবং এগুলোকে নির্বাচন করতে ব্যবহার করা হয় এবং কার্সারের স্পিড নিয়ন্ত্রণ করার জন্য মাউসকে ব্যবহার করা হয়। এছাড়াও কম্পিউটারকে ব্যবহার করতে সহজ করার জন্য মাউস ব্যবহার করা হয়ে থাকে। মাউস ব্যবহার করে অতি দ্রুত কম্পিউটারকে চালনা করা যায়।
কম্পিউটার মাউস কিভাবে কাজ করে
আপনারা সকলে আজকে জানতে চেয়েছেন যে কম্পিউটার মাউস কিভাবে কাজ করে থাকে।
অপটিক্যাল মাউস এবং মেকানিক্যাল মাউস এই দুই মানুষেই এলইডি বাল্ব ব্যবহার করা
হয়। আপনাকে মানুষ ব্যবহার করার জন্য একটি সমতল জায়গার প্রয়োজন হবে এটি শুধু
আপনারা সমতল জায়গাতে কাজ করাতে পারবেন না। মানুষকে আপনারা শুধু কাচের উপরে
কোনভাবেই কাজ করাতে পারবেন না। প্রতিদিন মাউসের একটি এলইডি বাল্ব থাকে যেটা আপনি
সমতল জায়গায় রেখে ব্যবহার করবেন সে সমাজের জায়গায় আলো ফেলা হয়।
আরো পড়ুনঃ বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয়
মানুষের এই আলোর মাধ্যমে আপনার কম্পিউটারের মনিটরের ছবি তুলতে পারবেন। প্রায় এক
থেকে দেড় হাজার ছবি তুলতে পারে একটি মাউস তাও এক সেকেন্ডের ভেতরে। এটিকে কাজ
করার জন্য আপনার হাতের তালুর নিচে মাউস রাখতে হবে। বর্তমান থেকে আগের মাউস গুলোতে
মানুষের নিচে অন্য ধরনের বাল্ব ব্যবহার করা হতো। এই বাল্বটি চতুর্দিকে ঘোরানো যেত
এই বাল্ব যখন যেদিকে ঘুরতো মানুষের পয়েন্ট সেই দিকে নড়াচড়া করত।
বর্তমান মাউসের ব্যবহার করা হয় এনকোডিং ডিস্ক। এবং মাউস এর নিচে ব্যবহার করা হয়
এলইডি লাল বাল্ব। এর ফলে আপনি যখন আপনার মাউসক যে দিকে নড়াচড়া করাবেন মাউসের
পয়েন্ট সেই দিকেই নড়াচড়া করে। এর কারণ আপনি যখন আপনার মাউসটি নড়ান তখন আপনার
মাউসে থাকা এলইডি বাল্ব বুঝতে পারে তখন সেই দিকেই মাউসের পয়েন্টটি নড়ে চড়ে
ওঠে।
আমরা মাউস যখন হাতের তালুর নিচে নিয়ে নড়াচড়া করেই তখন কম্পিউটারের মনিটরে একটি
পয়েন্ট লক্ষ্য করা যায়। সেই পয়েন্ট আপনি আপনার মনিটরের যে কোন ডকুমেন্ট অথবা
ফাইল অথবা অ্যাপসের ওপর নিয়ে গিয়ে ক্লিক করলে সেই ডকুমেন্ট এর কাজ সঠিকভাবে করা
যায় এবং সেগুলোকে বন্ধ করার জন্য এই মাউস ব্যবহার করা হয়।
মাউস কয় প্রকার ও কি কি
কম্পিউটারকে সহজ ভাবে পরিচালনা করার জন্য মাউস ব্যবহার করা হয়। তবে আমরা একেক জন
একেক রকম আমাদের সুবিধার্থে মাউস ব্যবহার করে থাকি। কারণ মাউস কয়েক ধরনের হয়ে
থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে মাউস কয়েক প্রকারে রয়েছে। তবে আপনারা
যদি জানতে চান মানুষ কয় প্রকারের এবং কি কি তাহলে আমাদের আর্টিকেল এই অংশটি
মনোযোগসহ পড়ুন।
মাউস হচ্ছে পাঁচ প্রকার। যেমন,
- মেকানিক্যাল মাউস
- অপটিক্যাল মাউস
- ওয়ারলেস মাউস
- ট্র্যাকবল মাউস
- স্টাইলাস মাউস
- মাউস কাকে বলে
কম্পিউটার কাকে বলে
কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। কম্পিউটারের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র বা হিসাব অথবা গণনা করা। কম্পিউটার এমন একটি ইলেকট্রিক যন্ত্র যা খুব তাড়াতাড়ি নির্ভুলভাবে গাণিতিক ও যৌগিক সমস্যার সমাধান দিয়ে থাকে। এছাড়াও কম্পিউটার ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য গ্রহণ করে এবং অনেক সফটওয়্যার এর মাধ্যমে ব্যবহারকারীর সামনে তার ফলাফল প্রকাশ করে। বর্তমান সময়ে কম্পিউটারকে আমরা সকল কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন অফিস আদালতের ফাইল এবং ডকুমেন্ট সংরক্ষণ ও আদান-প্রদানের জন্য কম্পিউটারকে ব্যবহার করে থাকি।
শেষ কথা | কম্পিউটার মাউস কিভাবে কাজ করে
প্রিয় বন্ধুরা আশা করি যে আপনারা সকলেই এতক্ষণে কম্পিউটার মাউস কিভাবে কাজ করে
তার বিস্তারিত বর্ণনা পেয়েছেন আপনারা এই আর্টিকেলের মাধ্যমে। এছাড়া আপনারা মাউস
সম্পর্কে এবং কম্পিউটারের সম্পর্কে আরো বাহ্যিক ধারণা পেয়েছেন। এছাড়াও আপনারা
কম্পিউটারে কিভাবে মাউস ব্যবহার করবেন অর্থাৎ মাউস ব্যবহারের নিয়ম গুলো জানতে
পেরেছেন। এবং আপনাদের এ বিষয়ে আর কোন সমস্যা না থাকার কথা।
আরো পড়ুনঃ পিরিয়ড হলে কি খাওয়া উচিত
তবু যদি আপনাদের কম্পিউটার মাউস কিভাবে কাজ করে এর সম্পর্কে কোন সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আমরা চেষ্টা করব খুব দ্রুত আপনার সমস্যার সমাধান করে দেওয়া। আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো আর্টিকেলে ততক্ষণ ভালো থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন। এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আপনাদের জন্য নিত্য নতুন মানসম্মত কনটেন্ট নিয়ে হাজির হতে পারি।@26224
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url