কিভাবে ইমেইল আইডি খোলা যায়
কিভাবে ইমেইল আইডি খোলা যায় এই বিষয় নিয়ে কি আপনি চিন্তিত। আপনার কাছে যদি
একটি এন্ড্রয়েড ফোন থাকে তাহলে কিভাবে ইমেইল আইডি খোলা যায় এ বিষয়ে দুশ্চিন্তা
আর নয়। কারণ আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখলেই খুব সহজে বিস্তারিত শিখে নিতে
পারবেন কিভাবে ইমেইল আইডি খোলা যায় এ সম্বন্ধে।
কিভাবে ইমেইল আইডি খোলা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের আর্টিকেলে।
আজকের আর্টিকেলটি পড়লেই আপনারা কিভাবে ইমেইল আইডি খোলা যায় এ বিষয়ে সম্পূর্ণ
দক্ষ হতে পারবেন। আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পোস্ট সূচিপত্র: কিভাবে ইমেইল আইডি খোলা যায়
ভূমিকা
ইমেইল তথা ইলেকট্রিক মেইল হলো ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে
প্রেরণ করা হয়। ১৯৭২ খ্রিস্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেকট্রনিক মেইল
প্রেরণ করা হয়। ইমেইল প্রেরণ করতে একটি আইডির প্রয়োজন হয়। আপনি কি জানেন
কিভাবে ইমেইল আইডি খোলা যায়? ইমেইল পেতে প্রথম দিকের ইমেইল ব্যবস্থায় প্রেরক
এবং প্রাপক দু'জনকেই অনলাইনে থাকতে হত কিন্তু বর্তমান সময়ে এখন আর এই সমস্যাগুলো
নেই।
একটি ইমেইল আইডি খোলা থাকলে সে আইডিতে যেকোনো সময় ইমেইল পাঠিয়ে দেওয়া যায়।
কিভাবে ইমেইল আইডি খোলা যায় এটা জানার আগে আমাদের জানতে হবে ইমেইল আইডি কি এবং
ইমেইল কত সালে আবিষ্কার করা হয়। ইমেইল আইডি হচ্ছে অনলাইন বা ভার্চুয়াল বার্তা
পাঠানোর ঠিকানা বা ইউজার নেম। ইমেইল দ্বারা কম্পিউটার এবং মোবাইল ব্যবহার করে
একসাথে এবং পৃথকভাবে এক বা একাধিক মানুষকে বার্তা পাঠাতে পারবেন সহজে।
যখন ইমেইল ব্যবস্থা আবিষ্কার করা হয়েছিল না তখন মানুষ চিঠির মাধ্যমে নিজের
ব্যক্তিগত কথা বা কোন বার্তা আদান-প্রদান করতেন। কিন্তু বর্তমান সময়ে এর
ব্যবস্থা অনেকটা সহজ ও আধুনিক হয়ে গেছে। ইমেইলের মাধ্যমে আমরা যে বার্তা পাঠায়
সেটা কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় অন্য ব্যবহার কারীর কাছে। বর্তমান সময়ে
ইমেইলের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এমনকি বর্তমান সময় এতটা অ্যাডভান্স হয়েছে যে আমাদের মনে অনেক সময় এই প্রশ্ন
আসে যে ইমেইল আইডি কি পরিবর্তন করা যায়। আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোনো
তথ্য সুরক্ষিত রাখতে যদি আপনার কখনো ইমেইল আইডি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে
আপনি সেটা পরিবর্তনও করতে পারবেন এবং তার পাসওয়ার্ড চেঞ্জ ও করতে পারবেন।
কিভাবে ইমেইল আইডি খোলা যায়
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের সুবিধার্থে ইমেইল আইডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে। ইমেইল আইডিটা আপনি চাইলে জিমেইল আইডির মাধ্যমে ও বানাতে পারেন আবার প্লে
স্টোরের মাধ্যমেও বানাতে পারেন। তবে চলুন প্লে স্টোর এর মাধ্যমে কিভাবে ইমেইল
আইডি খোলা যায় সে বিষয়ে জেনে নেওয়া যাক:
প্রথমে প্লে স্টোরে যান। তারপর ওপরে যে আইকন আছে তার ওপর ঠিক করুন। ওখানে যেতে
চিহ্ন আইকন আছে ওখানে ক্লিক করলে দেখতে পাবেন Add another account লেখা আছে তার
উপর ক্লিক করুন। তারপর নিচে দেখবেন Create account লেখা আছে ওটাতে ক্লিক করুন।
ক্লিক করলে দেখতে পাবেন For myself নামে একটি অপশন আসবে ওখানে ক্লিক করুন। তারপর
fast name আর last name নামক দুটি অপশন আসবে সেটি ফিলাপ করুন। তারপর next এ ক্লিক
করুন। তারপর date of birth এর অপশন আসবে সেটি ফিলাপ করুন।
আরো পড়ুন: ফেসবুক হ্যাক হওয়ার কারণ
তারপর আপনি মেল না ফিমেল সেটি ফিলাপ করে next এ ক্লিক করুন। তারপর দেখবেন জিমেইল
একাউন্ট আপনাকে কিছু ইমেইল সাজেশন করবে এবং নিচে create your own gmail address
লেখা দেখাবে। সেখানে ক্লিক করে আপনি নতুন ইমেইল আইডি ও বানাতে পারেন । তারপর next
এ ক্লিক করতে হবে। তারপর আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং
পাসওয়ার্ড এর অপশনে সেটি ইনপুট করতে হবে।
তারপর next এ ক্লিক করতে হবে। তারপর কিছু ইনফরমেশন গুগলের তরফ থেকে দেওয়া হবে
এবং নিচে লেখা থাকবে yes i am in ওখানে ক্লিক করুন। পরবর্তী পর্যায়ে যে ইমেইল
আইডি আপনি চুজ করলেন সেটি স্ক্রিনে দেখাবে এবং নিচে next লেখা থাকবে ওখানে ক্লিক
করুন। তারপর privacy and terms অপশন আসবে তার নিচে লেখা আছে I agree ওখানে ক্লিক
করুন। এখন আপনার ইমেইল আইডি সম্পূর্ণ হয়ে গেছে।
ইমেইল কত সালে আবিষ্কার করা হয়
কিভাবে ইমেইল আইডি খোলা যায় এ বিষয় নিয়ে আমরা অনেক ধরনের রিসার্চ করে থাকি।
কারণ বর্তমান সময়ে অধিকাংশ মানুষ এন্ড্রয়েড ফোন ব্যবহার করে। আর এন্ড্রয়েড ফোন
ব্যবহারকারীদের একটি ইমেইল আইডি তো লাগবেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ইমেইল কত
সালে আবিষ্কার করা হয় এবং কেইবা ইমেইল আইডি আবিষ্কার করেছে। ১৯৮২ সালে ৩০ আগস্ট
আমেরিকান সরকার শিবা আয়াদুরাই কে ইমেইল আবিষ্কারক হিসেবে ঘোষণা করা হয়।
ইমেইল আবিষ্কারের পেছনে যে আমেরিকান কে পাইওনিয়ার বা পুরোধা ব্যক্তি বলে ধারণা
করা হয় সেই রে টমলিনসন মারা গেছেন। তিনি ইলেকট্রনিক মেসেজ পাঠানোর প্রক্রিয়া
চালু করেন ১৯৭১ সালে। ১৯৭১ সালে qwertyuiop এই টেক্সটটি রে টমলিনসন
পরীক্ষামূলকভাবে নিজের কাছে প্রথম ইমেইলটি প্রেরণ করেন।
ইমেইল আইডি কি পরিবর্তন করা যায়
আপনি কি আপনার এন্ড্রয়েড ফোনের ইমেইল আইডিটা পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু
পারছেন না। ইমেইল আইডি কি পরিবর্তন করা যায় এই বিষয় নিয়ে আপনি কি দুশ্চিন্তায়
আছেন? কিভাবে ইমেইল আইডি খোলা যায় এ বিষয়ে জ্ঞান অর্জন করা যতটা জরুরী ঠিক
ততটাই জরুরী ইমেইল আইডি কি পরিবর্তন করা যায় এ বিষয়ে জ্ঞান অর্জন করা।
আরো পড়ুন: দাঁতের রুট ক্যানেল কি
আপনি যদি আপনার ইমেল আইডি পরিবর্তন করতে চান তাহলে একটি নতুন ইমেইল আইডি সাইন আপ
করুন। একটি নতুন আইডি সাইন আপ করার পর আপনি আপনার পুরোনো আইডি থেকে নতুন আইডিতে
ইমেইল এবং পরিচিতি স্থানান্তর করতে পারেন। আপনি আপনার নাম, মোবাইল নাম্বার, বয়স
ও লিঙ্গ পরিবর্তন করতে পারবেন।
ইমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
আমরা অনেক সময় আমাদের ইমেইল পাসওয়ার্ড টা কে ভুলে যায়। ইমেইল পাসওয়ার্ড ভুলে
গেলে সে পাসওয়ার্ড মনে করা অনেক কঠিন হয়ে যায়। তাই ইমেইল পাসওয়ার্ড ভুলে গেলে
করণীয় কি এই বিষয়ে আমরা বিভিন্নভাবে অনুসন্ধান করে থাকি কখনো ইউটিউব
টিউটোরিয়ালে বা কখনো গুগল থেকে। কিভাবে ইমেইল আইডি খোলা যায় এই বিষয়টি যেমন
খুব বেশি কঠিন না তেমনি ইমেইল পাসওয়ার্ড ভুলে গেলেও সেটাকে খুঁজে বের করা বা
বিষয়টির সমাধান করা খুব বেশি কঠিন না।
কিন্তু ইমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি সে বিষয়ে জ্ঞান অর্জন না করলে কঠিন
লাগবে এটাই স্বাভাবিক।কারণ চর্চা না থাকলে যে কোন কাজই কঠিন লাগে। ইমেইল
পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় গুলোর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটা আজ আপনাদের সাথে
আলোচনা করব। ইমেইল আইডি পাসওয়ার্ড খুজে পেতে সর্বপ্রথমে যেতে হবে গুগল প্লে
স্টোরে। তারপরে উপরে যে লোগো আইকন দেখছেন সেখানে ক্লিক করুন। তারপর নিচের দিকে
দেখবেন Add another account লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
Add another account এ ক্লিক করলে দেখতে পাবেন গুগল লেখা অপশন আসবে সে অপশনে
ক্লিক করুন।ক্লিক করার পর দেখতে পাবেন Email or Phone লেখা একটি অপশন আসবে সেটি
ফিলাপ করুন। তারপর Next এ ক্লিক করুন। Next এ ক্লিক করার পর দেখবেন Enter your
password লেখা অপশন আসবে সেটি ফিলাপ করুন। তারপর Next এ ক্লিক করুন। কিন্তু আপনি
যদি আপনার পাসওয়ার্ড ভুলে যে থাকেন এবং ভুল পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে লেখা
আসবে wrong password try again or click forgot password to reset it তার নিচে
দেখতে পাবেন forgot password সেটিতে ক্লিক করুন।
তারপর Next এ ক্লিক করুন।তারপর Add last account নামক একটি অপশন দেখতে পাবেন।
সেখানে আপনি নতুন একটি পাসওয়ার্ড বানিয়ে ইনপুট করতে পারেন। তারপর Next অপশনে
ক্লিক করুন। তারপর যে অপশনটি আপনার সামনে আসবে তার নিচে দেখবেন I agree নামক একটি
অপশন আছে ওখানে ক্লিক করুন। এখন আপনার কাজটি সম্পন্ন হয়ে গেল। এবার আপনি আপনার
ইমেল আইডি পাসওয়ার্ড মনে রাখার জন্য কোন ডায়েরিতে পাসওয়ার্ডটি লিখে রাখতে
পারেন।
শেষ কথা
উপরিউক্ত আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনার মুখ্য বিষয় ছিল কিভাবে ইমেইল আইডি
খোলা যায় এর সম্বন্ধে। সাথে আরো আলোচনা করেছি ইমেইল কত সালে আবিষ্কার করা হয় ও
আইডি পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এর সমস্ত বিষয় সম্বন্ধে। আজকের আর্টিকেলটি
থেকে আপনি কতটুকু উপকৃত হয়েছেন এবং কোন কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে আপনার
মূল্যবান মতামত অবশ্য শেয়ার করবেন। এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল
প্রতিদিন পেতে নিয়মিত আমাদের ওয়েব সাইটেই চোখ রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার
জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 26181
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url