বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা - বাবাকে নিয়ে গল্প
বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথায় চোখে পানিও চলে আসতে পারে কারণ বাবা মানেই
বট বৃক্ষ। এই আর্টিকেলে বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা বলা হলো। বাবাকে নিয়ে
১০০০ শব্দের কিছু কথা লিখতে যেয়ে সামনে চলে আসে শত সমস্যায় যিনি সব সময় ছায়ার
মত আগলে রাখেন।
কোন রকমের বাধা বিপত্তি ছাড়াই সন্তান এই বাবা নামক বট বৃক্ষের শীতল ছায়ায় পরম
মমতায় বেড়ে উঠতে থাকে। প্রতিটি সন্তানের জীবন গড়ে উঠে বাবার কঠোর পরিশ্রম এবং
ঘাম দিয়ে যা সন্তানকে সকল বাধা থেকে আগলে রাখে। সব দুঃখ কষ্ট নিজের কাঁদে বহন
করে বাবা একজন সন্তানকে মানুষ হতে পথ দেখায়।
পেইজ সূচিপত্র
বাবাকে নিয়ে কিছু গল্পের কথা
একটি সন্তানের জীবনের আশ্রয়স্থল হিসেবে মা বাবাই সর্বশ্রেষ্ঠ। প্রতিদিনের সীমিত
রোজগার ও আদরের মধ্যে দিয়ে একটি সন্তান বেড়ে উঠে। সন্তানরা তাদের বাবাদের হাজার
গল্প নিয়ে হাজির হয়। কেউ মাঝে মাঝে হয়তো খুনসুটি, বাবা হারানো ব্যথা, বাবার
থেকে আত্মবিশ্বাসী হওয়ার গল্প।
ভালোবাসার শখ কিংবা অভ্যাস এর প্রভাব গুলো বাবাকে নিয়ে গল্প আকারে বলতে পছন্দ
করেন। এমনই একজনের গল্প আমরা বলতে যাচ্ছি যিনি ছোটবেলা থেকেই বাবার হাত ধরেই
দেখেছেন সমুদ্র। বাবার সাথেই গিয়েছেন পাহাড়ের চূড়ায়। সেই পাহাড়ের গাম্ভীর্য
ভাব তার অনুভূতির মাঝে বারবার ঘুরে বেড়ায়।
আরও পড়ুনঃ ফেসবুক হ্যাক হওয়ার কারণ
কখনো বা ছোট বড় দুঃখ, বেদনা, আনন্দ, উল্লাস তার নজরে থেকে যায় সারা জীবনের জন্য
যা তার জীবনে স্মৃতি হয়ে যায়। আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন বাবাদের
শার্টগুলো বেশিরভাগ সময় খুব বেশি দামি হয় না। তারা বছরের পর বছর একই জুতা পড়ে
চালিয়ে দিতে পারে।
বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা না জানলে বুঝতে পারবেন না বাবারা সব সময়
খাবার খাওয়ার পূর্বে সস্তা কেন হোটেল খুঁজে থাকে। রোদ বৃষ্টি মাথায় করে তারা
সবসময় উপার্জন করার জন্য বেরিয়ে যায়। নিজের বিলাসিতাকে বিসর্জন দিয়ে সন্তানকে
সব সময় ভালো রাখার চেষ্টা করেন।
বাবাদের শার্ট পুরনো হয়ে যায়, শার্টের কলার ছিড়ে যায় কিন্তু সেই শার্ট খুব
সহজে বাতিল হয় না। বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা না জানলে বুঝতে পারবেন না
একই শার্ট পড়ে তারা বছরের পর বছর কিভাবে কাটিয়ে দিতে পারে। বাবারা এমনই এক
ব্যক্তি যার গল্প বলে কখনো শেষ করা যায় না।
বাবাকে নিয়ে সেরা কিছু উক্তি
বাবাকে নিয়ে আপনি যখনই বলতে যাবেন তখনই যেকোন উক্তি মনে করতে গেলে আপনার চোখে
পানি চলে আসতে পারে। কারণ একটি সন্তানের জীবনে বাবা একটি বৃক্ষের মতো যিনি সব
সময় কোনরকম স্বার্থ ছাড়াই শীতল ছায়া প্রদান করে থাকেন।
বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা না জানলে বুঝতে পারবেন না সকল প্রকার বাধা
বিপত্তি উপেক্ষা করে পরম মমতায় একজন সন্তানের পাশে কেন থাকেন। সন্তানের সব ধরনের
বিপদকে দূরে ঠেলে দিয়ে সারা জীবন আগলে রাখেন।
বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা জেনে সেই বাবাকে নিয়ে উক্তি পড়তে গেলে আপনার
চোখ অশ্রুসিক্ত হতে পারে। তাই বাবাকে নিয়ে গল্প তৈরি হয় সেই রকমই কিছু উক্তি
চলুন জেনে নিই।
১। আমি চিরবিদায় নিচ্ছি না, আমার সন্তানের মধ্যে আমি বেঁচে থাকব
বহুদিন। - টমাস আটওয়ে।
২। প্রত্যেক অসাধারণ মেয়ের পিছনেই একজন অসাধারণ বাবা রয়েছেন। -
প্রবাদ বাক্য।
৩। একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন। - পিকচার
কোটস।
৪। পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বা বেশি ভালবাসতে
পারবে না। - মাইকেল রাত্নাডিপাক।
৫। একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত যে আদর্শ যা
দেখে সেই মেয়ে পৃথিবীর অপর সকল ছেলেকে যাচাই করবে। - জর্জ ই ল্যাং।
৬। যেকোন পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব
দরকার। - অ্যানি গেডেস
৭। একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং মেয়ের কাছে
প্রথম ভালোবাসা। - পিক্সেল কোটস।
৮। সব বাবাদের ধৈর্য থাকে। ভালো বাবাদের ধৈর্য বেশি থাকে। মহান
পিতাদের ধৈর্যের সাগর থাকে। - রিড মার্কহাম।
৯। একজন পিতার কান্না এবং ভয় অদৃশ্য, তার ভালোবাসা অপ্রকাশিত,
কিন্তু তার যত্ন এবং সুরক্ষা আমাদের সারা জীবন শক্তির স্তম্ভ হিসাবে থেকে যায়। -
আমা এইচ ভানিয়ারাচ্চি।
বাবাকে মিস করা শব্দের কিছু কথা
একজন বাবা সন্তানের জন্য সব সময় আশীর্বাদ হয়ে থাকে। একজন সন্তানের জীবনে যতদিন
বাবা থাকে ততদিন দুনিয়ার কঠিন বিষয়গুলো কঠিন মনে হয় না। কিন্তু সেই বাবাই যখন
চোখের আড়ালে চলে যায়, পৃথিবী থেকে বিদায় নেয় বাবাকে নিয়ে গল্প তৈরি হয়, তখন
মাথার উপর থেকে ছায়াটাও সরে যায়।
এইরকম মনে হতে পারে কারণ তখন পৃথিবীটা আপনার কাছে খুব কঠিন লাগতে পারে। পৃথিবীতে
যতদিন বাবা বেঁচে থাকে ততদিন এই বাবার ভালোবাসা বোঝা যায় না। হয়তো কোন কিছু
আপনি চাওয়ার পূর্বেই তা আপনার সামনে হাজির হয়ে যায়।
সেই বাবা চলে যাওয়ার পর তাকে মিস করা কতটা দুঃখের হতে পারে তা বলে কখনোই বোঝানো
সম্ভব নয়। পৃথিবীতে হাজারো মানুষ রয়েছে যারা বাবাকে অনেক বেশি ভালোবাসে, অনেক
বেশি মিস করে থাকে। বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা না জানলে বুঝতে পারবেন
না বাবার অভাবটা কি হতে পারে।
আরও পড়ুনঃ দাঁতের রুট ক্যানেল কি
বাবাকে হারানোর পর বুঝতে পারা যায় যে সেই বাবা কতটা গুরুত্বপূর্ণ ছিল একজন
সন্তানের জীবনে। বাবাকে হারানো মানে মাথার উপরের ছাদ হারিয়ে ফেলা। কারণ একজন
বাবা সব সময় তার ইচ্ছাকে চাপা দিয়ে সন্তানের ইচ্ছাকে পূরণ করে থাকেন। অনেকেই
বাবাকে মিস করা নিয়ে কিছু কথা লিখে থাকে।
অথবা অনেক সময় ক্যাপশন তৈরি করে ফেসবুকে আপলোড দেয়। বাবাকে মিস করা নিয়ে
অনেকেই এই ধরনের কথা লিখে থাকে বাবা কতদিন দেখিনা তোমায় কতদিন হয়না কথা।
এছাড়াও এইরকম কথা বলে থাকে বাবা ছাড়া দুনিয়াটা বড় অন্ধকার। বাবা নামক
শূন্যস্থানটা হয়তো কোনদিন পূরণ হবে না জানি।
আমাদের জন্মের পর থেকেই নিঃস্বার্থভাবে যিনি আমাদের সকল চাহিদা পূরণ করতে থাকেন।
মৃত্যুর আগ পর্যন্ত যিনি সংসারের সকল দায়িত্ব পরম যত্নে পালন করে যেতে থাকেন।
পৃথিবীতে বাবা সবাই তোমাকে ভালবাসবে এবং সেই ভালোবাসায় কোনো না কোনো প্রয়োজন
লুকিয়ে থাকবে এবং বাবাকে নিয়ে গল্প তৈরি হবে।
বাবাকে নিয়ে স্মৃতিচারণ কিছু কথা
বাবা একজন সন্তানের প্রথম শিক্ষক, বন্ধু এবং সবচেয়ে বড় কাছের একজন সমর্থক।
পৃথিবীর সকল বাবা তার সন্তানকে ভালবাসতে শিখায়। জীবনের কঠিন সময়গুলোতে পাশে
থেকে সফলভাবে সাহায্য করে থাকে। কখনোই একজন সন্তানকে হতাশ হতে দেয় না।
জীবনের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে একজন বাবা, যিনি সর্বদাই তার সন্তানকে সাহায্য
করে থাকে। একজন সন্তানের জন্য বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে হলে বাবাকে নিয়ে
গল্প তৈরি হয়। প্রথমেই অনেক কিছু মনে পড়ে যায় যেমন,
১। একজন বাবা নিজে ঈদের নতুন জামা কেনার পূর্বে পরিবারের সকলের জন্য
নতুন জামা কাপড় কিনেন। বাবারা সব সময় নিজে কম খেয়ে পড়ে সন্তানকে উজাড় করে
সবকিছু দিয়ে থাকেন।
২। একজন বাবার ভালোবাসা পাহাড়ের থেকেও অনেক বেশি। পাহাড় যেমন শক্ত
হয়ে তার উঁচু টিলায় সবুজের উপর ঢাকা থাকে, ঠিক তেমনি বাবার ভালোবাসাও গভীরভাবে
একজন সন্তানের জীবনে থেকে যায়।
৩। একজন বাবার ছেঁড়া জুতো মাসের পর মাস কেটে যায়। কিন্তু সন্তানের
ছেঁড়া জুতো দেখামাত্রই নতুন জুতা কেনার জন্য বাবা অশ্রুসিক্ত হয়ে পড়েন।
৪। বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা না জানলে বুঝতে পারবেন না
কিভাবে একজন বাবা আলোর পথ দেখিয়ে দেয়। কারণ জীবনের উত্থান পতনের সকল বিষয়
সম্পর্কে তিনি পথ দেখায়।
৫। বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে একজন বলেছিলেন, আমাদের ভাগ
করা ভালোবাসা এবং স্মৃতি থেকে কোন দূরত্ব আমাকে আলাদা করতে পারবে না, বাবা। এই
কামনা করছি আপনি এখানে আমার সাথে থাকতেন।
৬। বাবাকে নিয়ে গল্প তৈরি হয় যেমন, তোমার হাত না ধরলে জীবনের যাত্রা
অন্যরকম লাগে। তোমাকে ভালবেসে মনে রাখি এবং তোমাকে গভীরভাবে মিস করি, বাবা।
৭। অনেকে হয়তো এইরকম বলেন আমি হয়তো তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু
প্রতি মুহূর্তে তোমার উপস্থিতি অনুভব করি। চিরতরে তোমাকে মিস করছি, বাবা।
৮। জীবন চলে কিন্তু তুমি ছাড়া শূন্যতা থেকে যায়। আজ এবং সব সময়
তোমাকে মনে রাখি, বাবা। একজন বাবার ভালোবাসা চিরন্তন হয়ে থাকে এবং তাকে হারানোর
বেদনাও তাই হয়। আমরা একসাথে তৈরি করা স্মৃতিকে লালন করে ঘুরে বেড়াই।
বাবাকে নিয়ে ইসলামিক শব্দের কিছু কথা
সন্তানের জীবনে যতই দুঃখ আসুক না কেন বাবারাই সর্বপ্রথম এগিয়ে আসে। সন্তানের
দুঃখ কষ্ট দূর করতে সন্তানকে যত্ন দিয়ে সব সময় আগলে রাখেন। ইসলামিক ভাবে বাবা
মার প্রতি দোয়া করার হুকুম রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে, রাব্বির
হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।
অর্থাৎ হে আল্লাহ আমার পিতামাতা যেভাবে আমাকে লালন পালন করিয়েছে, ঠিক তেমনিভাবে
তুমিও আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করো। ইসলামিক মনীষীদের মতে একজন পিতা
একজন সন্তানের জন্য সবচেয়ে বড় আদর্শ এবং বাবাকে নিয়ে গল্প তৈরি হয়। কোন সন্তান
তার বাবার ঋণ কখনো পরিশোধ করতে পারবেনা।
কঠোর শাসন, ভালবাসা এবং ত্যাগে সব সময় বাবারা অগ্রগামী হয়ে থাকে। বাবারা সব
সময় যেকোন দুঃখ কষ্ট অকাতরে সহ্য করে থাকেন। সেই তুলনায় তারা কখনোই সন্তানকে
দুঃখ কষ্ট স্পর্শ করতে দেন না। নিজের সুখ স্বাচ্ছন্দকে বিসর্জন দিয়ে বাবারা সারা
জীবন অক্লান্ত পরিশ্রম করে থাকেন।
আরও পড়ুনঃ খুশকির সমস্যা দূর করতে সহজ কিছু টিপস
সেই জন্য বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা জেনে সব সময় সন্তানদের উচিত বাবাদের
সাথে উত্তম আচরণ করা। ইসলাম সবসময় পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করার নির্দেশ
দিয়ে থাকে। আল্লাহর কাছে তিনটি কাজ অনেক বেশি পছন্দের। তার মধ্যে একটি হচ্ছে
বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করা।
যেই সন্তান তার মৃত পিতামাতার জন্য দোয়া করে, তার জন্য সব সময় আল্লাহর পক্ষ হতে
কল্যাণ বর্ষিত হয়। এভাবেই ইসলাম বাবাদের মর্যাদাকে উচ্চ আসনে বসিয়ে দিয়েছেন।
পৃথিবীর সব বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং যারা পৃথিবী থেকে বিদায় হয়ে
গিয়েছেন তাদের জন্য রইল অনেক দোয়া।
বাবাকে নিয়ে পছন্দের কিছু উপহার
বাবা নামক শব্দটির বিশালতা অনেক বড়। প্রতিটি সন্তানের কাছে তার বাবা একজন সুপার
হিরো হয়ে থাকে। বাবারা সব সময় দুঃখ কষ্টের ঢাল হয়ে সন্তানের পাশে থাকেন।
সন্তানকে ভালবেসে সব সময় তাদের প্রয়োজনে সাহায্য করে থাকেন। বাবাকে নিয়ে গল্প
তৈরি হয় এবং বাবাকে নিয়ে সন্তানের পক্ষ হতে কিছু উপহার থাকতে পারে যেমন,
১। হাত ঘড়িঃ
হাত ঘড়ি বাবাদের জন্য হতে পারে একটি চমৎকার আকর্ষণীয় উপহার। বাবাকে যদি আপনি
ভালো মানের ঘড়ি উপকার হিসেবে দিতে চান, তাহলে স্মার্টওয়াচ পছন্দ করতে পারেন।
হাত ঘড়ি উপহার হিসেবে পেলে বাবারা খুব খুশি হতে পারেন।
২। অফিস ব্যাগঃ
যেই বাবারা প্রতিদিন চাকুরী করার জন্য অফিসে যাতায়াত করেন, তাদের জন্য বাবাকে
নিয়ে ১০০০ শব্দের কিছু কথা জেনে আপনি সন্তান হিসেবে একটি অফিস ব্যাগ উপহার দিতে
পারেন।
কারণ সেই ব্যাগটি হতে পারে আপনার বাবার প্রতিদিনের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র
রাখার একটি প্রয়োজনীয় উপকরণ। কোন ব্রান্ডের অফিস ব্যাগ নির্বাচন করে, তাকে
উপহার হিসেবে দিতে পারেন।
৩। পারফিউমঃ
একজন বাবাকে উপহার হিসেবে পারফিউম দিলে তিনি খুবই খুশি হয়ে যেতে পারেন। ভালো
ব্র্যান্ডের দেখে পারফিউম পছন্দ করতে পারেন।
৪। শেভিং কিটঃ
আপনার প্রতিদিনের প্রয়োজনীয় তালিকায় শেভিং কিট প্রয়োজন হয়, সেইরকম বাবাদের
জন্য আপনি শেভিং কিট উপহার হিসেবে দিতে পারেন। সেইক্ষেত্রে শেভিং ফোম, রেজার অথবা
আফটার শেভিং লোশন দিতে পারেন।
বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা জেনে যদি তিনি ট্রিমিং মেশিন ব্যবহার করে
অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে তাকে ইলেকট্রিক ট্রিমারও উপহার হিসেবে দিতে পারেন।
৫। চশমাঃ
যদি কোন কারনে বাবার চশমাটি পুরনো হয়ে যায়, তাহলে তার প্রয়োজন মেটানোর জন্য
সেই দিকে কোন রকম খেয়াল রাখেন না। তাকে আপনি চাইলে সন্তান হিসেবে একটি চশমা
উপহার দিতে পারেন। আপনার বাবার মনে সেটা আনন্দ দিতে পারে। সান প্রোটেক্টেড এবং
অ্যান্টি রিফ্লেকশন একটি চশমাও উপহার দিতে পারেন।
৬। ওয়ালেটঃ
প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস গুলোর মধ্যে ওয়ালেট ব্যবহার করা হয়। আপনার
বাবাকে পছন্দের যেকোনো একটি ব্র্যান্ডের ওয়ালেট উপহার হিসেবে দিতে পারেন।
৭। কলম ও ডায়েরিঃ
যেই সকল বাবারা লেখালেখি করতে খুব পছন্দ করেন, তাদেরকে আপনি পছন্দ অনুযায়ী একটি
কলম ও ডায়েরি উপহার দিতে পারেন। কারণ অনেকেই রয়েছেন অবসর সময় লেখালেখি করা
তাদের প্রিয় শখ হয়ে থাকে।
সেই ক্ষেত্রে বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা জেনে আপনি কুইল পেন ও ফেদার পেন
নামে কলম উপহার হিসেবে দিতে পারেন। সেই সাথে খুব সুন্দর করা মলাটে বাঁধা ডায়েরি
উপহার দিতে পারেন।
৮। কফি মগঃ
আপনার বাবাকে প্রিয় অথবা পছন্দের কিছু বাক্য লিখে কাস্টমাইজ করা কফি মগ উপহার
হিসেবে দিতে পারেন। অথবা প্রিয় কোন মুহূর্তে ছবির প্রিন্ট করা মগও উপহার দিতে
পারেন।
৯। বাঁধাই করা ছবিঃ
এছাড়াও আপনি চাইলে ছবির ফ্রেমে বাঁধাই করা পরিবারের সঙ্গে একটি ছবি বাবাকে উপহার
হিসেবে দিতে পারেন। সেই সাথে বাবার সঙ্গে আপনার কাটানো কোন সুন্দর মুহূর্ত এর ছবি
বাঁধাই করে বাবার রুমে অথবা অফিস থেকে উপহার হিসেবে রাখার জন্য দিতে পারেন।
উপসংহার
এই পোস্টের মাধ্যমে আশা করছি বাবাকে নিয়ে ১০০০ শব্দের কিছু কথা খুব ভালোভাবে
জানতে পেরেছেন। যদি আপনার বাবাকে নিয়ে গল্প সম্পর্কে কোন সুন্দর মুহূর্তের কথা
থাকে, তাহলে পোস্টের নিচের অংশে মন্তব্য করে আমাদের জানাতে পারেন। সেই সাথে
আমাদের পাশেই থাকুন। ২৫২৭৫
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url